chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সুপার টুয়েলভের ম্যাচে কিউইদের ব্যাটিংয়ে পাঠাল অজিরা

শুক্রবার শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব বা বাছাই পর্ব। অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ শুরু হচ্ছে সুপার টুয়েলভের খেলা। এই পর্বের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

নিজেদের মাঠে অস্ট্রেলিয়া ভয়ঙ্কর! প্রতিপক্ষ নিউজিল্যান্ড হলে তারা যেন আরো নির্মম ওঠে।

বিশ্বকাপের শুভ সূচনা করতে হলে কিউইদের ১১ বছরের নিষ্ঠুর অতীতকে মাটিচাপা দিয়ে ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন দিনের শুরু করতে হবে।

 

২০১১ সালের ৯ ডিসেম্বর হোবার্টে টেস্ট জয়ের পর গত ১১ বছরে নিউজিল্যান্ড কখনো অস্ট্রেলিয়ার মাটিতে জিততে পারেনি। শুধু টি-টোয়েন্টি কেন, কোনো ফরম্যাটেই পারেনি।

একনজরে দুই দলের একাদশ

অস্ট্রেলিয়া : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

নিউজিল্যান্ড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নেশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন ও  ট্রেন্ট বোল্ট।

এই বিভাগের আরও খবর