chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় অতিরিক্ত সচিবের মৃত্যু

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯) (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২তম ব্যাচের ছাত্র ছিলেন।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ জন মারা গেছেন। এ পযন্ত করোনায় ৪৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৯৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে।