chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খতিয়ান জাল করার অপরাধে আটক ১

জেলা প্রশাসকের কার্যালয়ে গনশুনানি চলাকালীন জাল খতিয়ান দেখিয়ে জমি অধিগ্রহণের আবেদন করায় একজনকে আটক করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে দুইটি আরএস এবং বিএস খতিয়ানের সহিমুহুরী নকল দেখিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন একজন।

এ সময় তার দেওয়া খতিয়ান জাল প্রমাণিত হওয়ায় তাকে আটক করা হয়।

 

জানা গেছে, জমি অধিহণের জন্য একজন জেলা প্রশাসনের কাছে আবেদন করেন। তার কর্মকাণ্ডে জেলা প্রশাসকের স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাসের সন্দেহ হলে তিনি জেলা রেকর্ড রুমে সে খতিয়ান যাচাই করেন। পরে তিনি নিশ্চিত হন খতিয়ানগুলো জেলা রেকর্ড রুম থেকে সরবরাহ করা হয়নি। কর্মকর্তা-কর্মচারীদের স্বাক্ষর জাল করে এটি তৈরি করা হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রদীপ বড়ুয়া নামে একজন ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে তাকে এ খতিয়ানগুলো দিয়েছেন। এরপর এ কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস জেলা প্রশাসকের নির্দেশে অভিযান চালিয়ে প্রদীপ বড়ুয়াকে আটক করেন। জিজ্ঞাসাবাদে প্রদীপ বড়ুয়া তার অপরাধ স্বীকার করেন। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

এই বিভাগের আরও খবর