chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শুভ্র হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ৩ জনকে।

সোমবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ৬ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-তর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেছিলেন আদালত।

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ অক্টোবর রাতে পৌর শহরের মধ্যবাজার এলাকার মরিচ মহালে গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী মাসুদুর রহমান শুভ্রকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওই মাসের ১৯ তারিখে তার ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত ১৪ জনের নামসহ অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে মামলা করেন।

এরপর ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশে মামলার তদন্তভার পায় জেলা গোয়েন্দা পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ৫ মার্চ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর