chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিয়ানমার প্রতিনিয়ত আমাদের বিরক্ত করলে ব্যবস্থা: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ শান্তিপূর্ণ রাষ্ট্র। আমরা যুদ্ধ চাই না। আমরা সীমান্ত ও দেশের ভেতরে শান্তি চাই। তবে মিয়ানমার যদি প্রতিনিয়ত আমাদের বিরক্ত করে তাহলে বাধ্য হয়ে ব্যবস্থা নেয়া হবে

আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, আমাদের সীমান্তরক্ষী বাহিনী সার্বক্ষণিক কড়া পাহারা দিচ্ছে। মিয়ানমারের সাহস নেই আমাদের সরাসরি কিছু করার। বিরক্ত করার অভ্যাস আছে তাদের। এই বিরক্ত নতুন নয়, বহুদিন ধরেই করছে। এটা দুনিয়ার মানুষ জানে। আমাদের প্রয়োজন ধৈর্য, আর সেটা আমাদের সরকারপ্রধান দেখাচ্ছেন।

তিনি বলেন, মূল সমস্যা সমাধানের জন্য কথা বলতে হবে। বসতে হবে। বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে বসার জন্য তৈরি। কিন্তু মিয়ানমার একেকবার একেক কথা বলে। তারা কথা দিয়ে কথা রাখে না।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর