chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে গোলাবারুদসহ ৩ জলদস্যু আটক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা এলাকার একটি কলেজের পাশ থেকে ৩ জলদস্যুকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে বাঁশখালী-পেকুয়া সড়কের একটি কলেজের পাশ থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার নিশ্চিত করেন। আটককৃতরা হলেন- বাশঁখালীর সরল গ্রামের মৃত দানু মিয়ার দুই ছেলে ওসমান গনি (২৫) এবং মো. জসিম (৩৫) ও বাঁশখালীর আমির হোসেনের ছেলে আব্দুল মাবুদ (৫২) ।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ডাকাতি কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ডাকাত চক্রের সদস্যরা বাঁশখালী থানার নাপুরা এলাকার বাঁশখালী-পেকুয়া সড়কের একটি কলেজের পাশে পাকা রাস্তার ওপর একত্রিত হওয়ার খবর পাই আমরা। এরপর বৃহস্পতিবার অভিযান চালিয়ে জসিম, আব্দুল মাবুদ ও মো. ওসমান গনিকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা ৫টি ওয়ানশুটার গান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বাঁশখালী থানায় সস্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজি, হত্যা, হত্যাচেষ্টা এবং অপহরণকারী সংক্রান্তে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর