chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শনাক্ত বাড়ায় কিছুটা চিন্তিত, তবে শঙ্কিত নইঃ স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজঃ দেশে করোনাভাইরাসে শনাক্ত বাড়ায় আমরা কিছুটা চিন্তিত, তবে শঙ্কিত নই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমরা প্রস্তুত রয়েছি। আমাদের হাসপাতালগুলোর উন্নয়ন চলমান। হাসপাতালগুলোতে এখন তেমন করোনা রোগী নেই। 

 

আজ বুধবার দুপুর দেড়টার দিকে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন দপ্তর এবং সংস্থার প্রধানদের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, করোনা বৃদ্ধির হার গত ১৫ দিন অনেক কম ছিল। এখন অনেক বেশি। এটার লাগাম টেনে ধরতে চাই। আমাদের একার পক্ষে সম্ভব নয়। জনগণের সচেতনতা দরকার। মাস্ক পরিধান করা জরুরি। সেটি হলে অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

 

সংক্রমণ প্রতিরোধ করতে আমরা গত সপ্তাহে একটি সভা করেছি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সভা থেকে সারা দেশে আমরা কিছু প্রস্তাবনা দিয়েছিলাম। অফিসে যারা আসবেন তাদের সবাইকে মাস্ক পরতে হবে, যানবাহনে চলাচলে মাস্ক পরতে হবে। স্কুল-কলেজেও মাস্ক পরতে হবে। বিভিন্ন দোকানপাটে যারা যাবেন তাদেরও মাস্ক পরতে হবে। আশা করি জনগণ এই নির্দেশনাগুলো মেনে চলবেন।

 

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমাদের ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। শিশুদের ভ্যাকসিন পেলে জুলাই মাসের শেষের দিকে আমরা ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করতে পারব। শিশুদের ভ্যাকসিন দিতে যেসব ডকুমেন্টসের প্রয়োজন তা সম্পন্ন করতে আমরা ইতোমধ্যে নির্দেশ দিয়েছি।

 

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মো. আওলাদ হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশিদ আলম প্রমুখ।

ইহ/চখ

এই বিভাগের আরও খবর