chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফের পিছিয়েছে চসিকের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদকঃ দ্বিতীয় বারের মতো ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম পিছিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এর আগে রোববার (১২ জুন) এ ক্যাম্পেইন উদ্বোধনের কথা জানায় সিটি করপোরেশন। এদিন আর ক্যাম্পেইনটি চলবে না।

শনিবার (১১ জুন) জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন স্থগিতের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছন চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।

তিনি জানান, আগামী ১৫ থেকে ১৯ জুন’ পুনঃনির্ধারণ করা হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নগরীর ৪১টি ওয়ার্ডে স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী এক লাখ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় পাঁচ লাখ শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এমএইচকে/চখ

এই বিভাগের আরও খবর