chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আগুনে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে গেলেন চবির শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নি বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের রক্তের প্রয়োজনের কথা শুনে মধ্যরাতেই ছুটে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়    শিক্ষার্থীদের একাংশ।

গতকাল শনিবার (০৪ জুন) দিবাগত রাত ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, মেস এবং আশেপাশের কটেজগুলো থেকে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে এসে জড়ো হয়। এদের মধ্যে ছাত্রলীগ কর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনও যোগ দেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের যাতায়াতের জন্য বাস এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।

দেখা যায় বিশ্ববিদ্যালয়ের বাসে জায়গার সংকুলান না হয়ে  ট্রাক, মোটরবাইক, সিএনজি যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যে করতে চমেকে ছুটে যান শিক্ষার্থীরা ।

 

এমএইচআর/মআ/চখ

এই বিভাগের আরও খবর