chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সুবিধাবঞ্চিত শিশুদের ভ্রাম্যমাণ ‘আলোর ঠিকানা’

পারিবারিক স্বচ্ছলতার অভাবে আমাদের আশেপাশের অনেক শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হতে হয়। অভাব, অনাহারের মুখে অনেককে নেমে পড়তে হয় জীবন যুদ্ধে। সমাজের সুবিধা বঞ্চিত এসব শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে নগরীতে চালু হয়েছে বিশেষ ভ্রাম্যমাণ আলোর ঠিকানা স্কুল।

এ স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। একটি পয়েন্টে তিন ঘণ্টা শেষে, অন্য পয়েন্টে শিশুদের পড়ানোর জন্য ছুটেন শিক্ষকরা।

ঢাকার পর চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে সপ্তাহের নির্দিষ্ট দিনে ঘুরে ঘুরে শিশুদের শিক্ষা দেওয়া হয়। গেল বছরের এ স্কুল থেকে সারাদেশে ১৩ শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় অংশ নেন।

ঝড়ে পড়া শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার লক্ষ্যে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র অনুদানে স্কুলটি পরিচালনা করে আসছিলেন। তবে  আর্থিক অভাবের কারণে এক সময় এটি বন্ধ হয়ে পড়েছিল। এরপর  হোপ’৮৭’ নামে একটি সংস্থার বাংলাদেশের কর্মকর্তারা পুনরায় স্কুলটি চালু করেন। এটি চালু হওয়ার পর শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বমহলে প্রশংসা কুড়ায়।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর