chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিকেলে বাঙালির প্রাণের মেলার উদ্বোধন

ডেস্ক নিউজ: সব জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে আজ শুরু অমর একুশে বইমেলা। বৈশ্বিক করোনা মহামারির কারণে ১৪ দিন পর শুরু হচ্ছে এবারকার মেলা। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সংক্রমণ কমলে সময় বাড়ানো হতে পারে।

বুধবার( ১৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল তিনটায় মেলা ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন।

জানা গেছে, মেলায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি এবং বাংলা একাডেমির সামনের অংশে তিনটি প্রবেশপথ থাকবে। গাড়ি রাখা যাবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে।

মেলায় মোট ৫৩৪টি প্রতিষ্ঠানের জর‌্য বরাদ্দ দেয়া হয়েছে ৭৭৬ ইউনিট স্টল। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানের জন্য রয়েছে ১৪২টি স্টল। সোহরাওয়ার্দী উদ্যানে ৪৩২টি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে ৬৩৪টি স্টল। প্যাভিলিয়ন রয়েছে ৩৫টি।

উদ্যানের উন্মুক্ত মঞ্চের পূর্ব পাশে মেলার মূল প্রাঙ্গণে লিটল ম্যাগাজিনের জন্য জায়গা বরাদ্দ করা হয়েছে। তাদের ১২৭টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

শিশু চত্বর থাকবে মেলার উদ্যান অংশে, তবে কোভিড পরিস্থিতির কারণে আলাদা করে এবার ‘শিশু প্রহর’ থাকবে না। প্রতিদিন বিকেল চারটায় মূল মঞ্চে থাকবে বিষয়ভিত্তিক সেমিনার। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান।

নচ/চখ 

এই বিভাগের আরও খবর