chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা : দেশে ৭৮ জনের মৃত্যুতে ফের রেকর্ড, শনাক্ত ৫৮১৯

ডেস্ক নিউজ : মহামারী করোনার ছোবলে সারাদেশে নতুন করে আরো ৭৮ জনের মৃত্যু হয়েছে। যা দেশে করোনায় মৃত্যু শুরু হওয়ার পর থেকে এটাই সর্ব্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

সম্প্রতি বাংলাদেশে করোনায় আক্রান্ত বা মৃত্যুর রেকর্ড প্রায় প্রতিদিনই ভাঙছে। এর আগের দিন ৭৭ জনের মৃত্যুই ছিল একদিনে দেশের সবচেয়ে বেশি মৃত্যুর দিন।

গতকাল শনিবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে ২৪ ঘণ্টায় ৭৭ জনের মৃত্যু হয়েছে, একদিনে এত মৃত্যু মহামারি শুরুর পর আর হয়নি।

তবে একদিনও টিকল না এ রেকর্ড। দেশের ইতিহাসে সর্ব্বোচ্চ মৃত্যুর সংখ্যায় যুক্ত হয়েছে আরো একটি রেকর্ড। গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা আক্রান্ত হয়ে ৭৮ জনের মৃত্যুই এখন পর্যন্ত সেরা। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৭শত ৩৯ জন।

এদিকে দেশে সর্ব্বোচ্চ এ মৃত্যুর রেকর্ডের দিনে নতুন করে ৫ হাজার ৮শ ১৯ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। যা গতকালের চেয়ে কিছু বেশি। গতকাল সংক্রমণ শনাক্ত হয়েছিল ৫ হাজার ৩৪৩ জনের মধ্যে। নতুন আক্রান্তরাসহ এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জন।

আজ রোববার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর