chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে কথিত রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনীর প্রধান সালমান শাহ আটক

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে কথিত রোহিঙ্গা সন্ত্রাসী ‘সালমান শাহ গ্রুপের’ প্রধান সালমান শাহকে (৩০) আটক করেছে এপিবিএনের সদস্যরা।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সালমান লেদা রোহিঙ্গা ক্যাম্পের সোনা মিয়ার ছেলে।

কক্সবাজার ১৬ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো. হেমায়েতুর রহমান জানান, আটক সালমান শাহ নিজের নামে গড়া ‘সালমান শাহ বাহিনীর’ প্রধান।

এ সব বাহিনী ক্যাম্পে নানা ধরণের অপরাধ সংঘটনে জড়িত। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি দুটি রামদা ও ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরো জানান, টেকনাফে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক বেশ কয়েকটি সন্ত্রাসী বাহিনী সক্রিয় রয়েছে। সালমান বাহিনী তার মধ্যে অন্যতম জড়িত। সালমান শাহের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর