chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাকলিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩, চমেকে ভর্তি ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের ১৮ নং ওয়ার্ড পূর্ব বাকলিয়া হাজী সালেহ আহমেদ মেম্বারের বাড়ি মোহাম্মদ আজিজ শাহ পাড়ায় পুকুর ভরাট ও দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায়  ৩ জন আহত হয়েছেন। আহত  ২ জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে(চমেক) ভর্তি করানো হয়েছে।

রোববার (৩ জুন) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, আব্দুল্লাহ আল ছগির (৫৮), মোশারফ হোসেন বাপ্পি (৪০), সৈয়দ মাহমুদ(৪৮)।

আহতদের মধ্যে আব্দুল্লাহ আল ছগির ও মোশারফ হোসেন বাপ্পি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ২৮ নং ওয়ার্ডে ভর্তি হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন।

ভুক্তোভুগী আহত আব্দুল্লাহ আল ছগিরের সাথে কথা হলে তিনি বলেন, আমার এলাকার বাসিন্দা মরহুম সিদ্দিক আহমেদের ছেলে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে ৩ জুন (রোববার) রাত সাড়ে নয়টার দিকে ২০/২৫ জন সন্ত্রাসী হঠাৎ এসে  আমার পুকুর ভরাট ও দখল  করতে আসে, এতে আমি বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্রসহ ক্রিস, লাঠি, রড ইত্যাদি দিয়ে আমাদেরকে আঘাত করে। এতে ঘটনাস্থলে আমরা ৩ জন মাটিতে লুটিয়ে পড়ি। পরে আমার আত্মীয়-স্বজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমাদেরকে ভর্তি করান, বর্তমানে আমাদের অবস্থা খুবই শোচনীয়।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ আবদুর রহিম বলেন,  গত  রাতে (রোববার) আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, এখনো কেউ কোন মামলা বা অভিযোগ  দেয়নি, মামলা হলে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

আইএইচ/নচ/চখ

এই বিভাগের আরও খবর