chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ১১২ নেতার অনাস্থা

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন জারি করেছে একই কমিটির ১১২ জন। এতে রয়েছেন সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদের নেতাকর্মীরা।

গতকাল শুক্রবার আনুমানিক রাত নয়টা নাগাদ এ অনাস্থা জ্ঞাপন জারি করা হয়।

এ অনাস্থা অনাস্থা জ্ঞাপন জারি মধ্যে আছেন – নগর কমিটির সিনিয়র সহসভাপতি মো. তালেব আলী, সহসভাপতি ফারুক ইসলাম, আবদুল খালেক, একরামুল হক রাসেল, মো. জয়নাল উদ্দীন জাহেদ, মইনুল হাসান চৌধুরী শিমুল, শাহীন মোল্লা, সৌমেন বড়ুয়া, আমজাদ হোসেন, দিদারুল আলম, শহিদুল ইসলাম শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজুল করিম বিলাস, সুজন বর্মণ, অমিতাভ চৌধুরী বাবু, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র কবির আহমদ, সাংস্কৃতিক সম্পাদক গিয়াস উদ্দীন জেবিন, অর্থ সম্পাদক হাসানুল আলম চৌধুরী সবুজ, তথ্য ও গবেষণা সম্পাদক আরিফুর ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওয়াহিদুর রহমান কিরণ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর টিটু, গণশিক্ষা সম্পাদক ওসমান গনি বাপ্পী, ছাত্রবৃত্তি সম্পাদক মিন্টু কুমার দে, সাহিত্য সম্পাদক হাসিব হাসান, স্কুল ছাত্র সম্পাদক মিয়া মো. জুলফিকার, নাট্য ও বিতর্ক সম্পাদক ফয়সাল বিন নিজাম, উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাজ্জাদ আলী, উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রাসেল উদ্দীন তালুকদার, উপ-সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ বিন ফয়সাল, উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক শেখ শরফুদ্দীন সৌরভ, উপ সমাজসেবা সম্পাদক এসইউ জোবায়ের, উপ ক্রীড়া সম্পাদক আবদুল আল মামুন, উপ-পরিবেশ সম্পাদক, তুষার চন্দ্র ধর, উপ ধর্ম সম্পাদক এমআর হৃদয়, উপ যোগাযোগ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপ নাট্য সম্পাদক মনির আলম, সহ-সম্পাদক সাব্বির সাকির, আবদুল্লাহ আল মামুন, জাকারিয়া হাবিব জাবির, সদস্য আনিসুর রহমান মুন্না, ইমাম উদ্দীন, ফাহাদ আসিফ, মমশাদ হোসেন রাব্বী ও আসিফ খান আরাফাত। এরা সবাই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী নগর যুবলীগের সদস্য ভিপি ওয়াসিম, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দীনের অনুসারী।
ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ১১২ নেতার অনাস্থা 1
এরআগে, গতকাল বিকেল ৪টার দিকে নগরীর ডবলমুরিং থানা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে আগ্রবাদ চৌমুহনী, আরাকান সড়ক ও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সড়ক অবরোধ করে টায়ার জালিয়ে বিক্ষোভ করেছে নগর ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এসময় তারা নগর ছাত্রলীগের মেয়াদউত্তীর্ণ কমিটির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে নতুন কমিটি বাতিলের দাবি জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে নগরের চান্দগাঁও ও ডবলুমরিং থানা কমিটি ঘোষণা করেন নগর ছাত্রলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। ঘোষিত কমিটির ৫৬ জন সদস্যই বিবাহিত। দেড়শরও বেশি নেতার বয়স সংগঠনের নিয়মসিদ্ধ নয়। ছাত্রনেতাদের অনেকেই ব্যবসায়ী। বেশ কয়েকজন নেতা পড়ালেখা ছেড়েছেন অনেকদিন আগে বলে অভিযোগ করেছেন অনাস্থা জ্ঞাপন জারির নেতা কর্মীরা।

এই বিভাগের আরও খবর