chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এস্কেভেটর ও ড্রাম ট্রাক জব্দ

চট্টলা ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে বেড়িবাঁধ এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একটি এস্কেভেটর ও ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ১২ টা থেকে ৩টার মধ্যে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৮ নং ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

অভিযানের নেতৃর্ত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। তিনি বলেন, গোপন তথ্য মতে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে দেখা যায় জলকদর খালের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এস্কেভেটর দিয়ে মাটি কর্তন করে ডাম ট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।

ফলে আসন্ন বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। ভ্রাম্যমান আতালতের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার কাজে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তবে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর ও একটি ডাম ট্রাক জব্দ করার তথ্য দিয়েছে নির্বাহী অফিসার।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর