chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যুক্তরাষ্ট্র-কানাডায় রাশিয়ান মদ বয়কট

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রুশ অভিযানের প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা জুড়ে মদের দোকান ও বারগুলো থেকে বয়কট করা হচ্ছে রাশিয়ান ভদকা।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের উটাহ ও ওহাইও অঙ্গরাজ্যে রাশিয়ার ভদকা ও অন্য অ্যালকোহলজাতীয় পানীয় বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। একই সিদ্ধান্ত নিয়েছে কানাডার তিনটি অঙ্গরাজ্য।

ক্যানাডার ওন্টারিও, ম্যানিটোবা ও নিউ ফাউন্ডল্যান্ডে সরকারি মদের দোকান থেকে রুশ পানীয় সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া বেশ কিছু মার্কিন শহরে বারে ইতোমধ্যেই রুশ মদের পরিবর্তে ইউক্রেনীয় ভদকাকে অগ্রাধিকার দিতে শুরু করেছে।

এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিওর মদ নিয়ন্ত্রণ বোর্ড নির্দেশ দিয়েছে, অন্টারিওর ৬০০টিরও বেশি দোকান থেকে তারা রাশিয়ায় উৎপাদিত সব পণ্য সরিয়ে ফেলবে। ম্যানিটোবা ও নিউফাউন্ডল্যান্ড প্রদেশের দোকানগুলোতে ইতিমধ্যে সে কার্যক্রম শুরু হয়ে গেছে।

উল্লেখ্য, ভদকা রাশিয়ার অন্যতম শীর্ষ রপ্তানি পণ্য।

সিশা/চখ