chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে চোরাই তেলসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে বিদেশ থেকে আনা চোরাই অকটেন, ডিজেল ও মবিলসহ মো. জানে আলম ওরফে বাচ্চু (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। উদ্ধারকৃত তেলের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৫টায় উপজেলার চাঁন্দেরপাড়া এলাকার একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. জানে আলম বোয়ালখালী উপজেলার বগাছড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিজেল, অকটেন ও মবিল কেনা-বেচার জন্য মজুদ করে পরে কমমূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করতেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি উপজেলার চাঁন্দেরপাড়া এলাকায় একটি দোকানে অবৈধভাবে বিক্রির জন্য চোরাই ডিজেল, অকটেন, মবিল মজুদ করা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকালে অভিযান চালিয়ে জানে আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় গোডাউনের ভেতর থেকে ৮৪টি টিনের ড্রাম, ৪ হাজার ২০০ লিটার চোরাই ডিজেল, ১২ হাজার ৪০০ লিটার অকটেন এবং ১২০ লিটার মবিল উদ্ধার করা হয়।

নচ/চখ

 

এই বিভাগের আরও খবর