chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আমরা এখনো রবীন্দ্রনাথকে আবিষ্কার করতে পারিনিঃ আবুল মোমেন

চট্টলা ডেস্কঃ বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক আবুল মোমেন বলেছেন, ‘আমরা এখনো সমাজ সচেতন রবীন্দ্রনাথকে আবিস্কার করতে পারিনি। মানুষের উৎকর্ষের যে শিকড় সেই শিকড় থেকে তিনি একথাগুলো বলেছিলেন। আমাদের পথ খুঁজতে হবে কি করে মানুষ হতে পারি’।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নগরীতে বঙ্গবন্ধুকে নিবেদিত অমর একুশে বই মেলার ৫ম দিনে অনুষ্ঠিত রবীন্দ্র উৎসবের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সভায় প্রফেসর রিত্তা দত্ত’র সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন মেলা পরিষদের আহ্বায়ক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। প্রধান অতিথি বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক আবুল মোমেন, মূখ্য আলোচক অধ্যক্ষ ও শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম, বিশেষ অতিথি কথা-সাহিত্যিক সাহাদাত হোসেন, কাউন্সিলর জহর লাল হাজারী।

এসময় স্বাগত বক্তব্যে ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, ‘বই জাতি গঠনে সহায়তা করে। বই মানুষের পরম বন্ধু। জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ করতে বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বই পড়ার বিরল আনন্দ ও আগ্রহের কথা বিবেচনায় নিয়ে প্রতিবছর চসিক বইমেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করে’।

প্রধান অতিথির বক্তব্যে আবুল মোমেন বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরষ্কার প্রাপ্তির মধ্যদিয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে পৌঁছে দিয়েছেন বিকাশের চুড়ান্ত সোপানে, আর মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য বাঙ্গালি জাতি ১৯৫২সালে বুকের তাজা রক্ত দিয়ে বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের আত্মমর্যাদাকে সুপ্রতিষ্ঠিত করেছে।
আমরা এখনো সমাজ সচেতন রবীন্দ্রনাথকে আবিস্কার করতে পারিনি। মানুষের উৎকর্ষের যে শিকড় সেই শিকড় থেকে তিনি একথাগুলো বলেছিলেন। আমাদের পথ খুঁজতে হবে কি করে মানুষ হতে পারি। বর্তমানে আমরা আমাদের মনুষ্যত্ববোধ হারাতে বসেছি তাই তিনি মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের মনুষ্যত্বকে জাগ্রত করার আহ্বান জানাচ্ছি’।

সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দলীয় সঙ্গীত পরিবেশন করে সঙ্গীত ভবন এবং দলীয় নৃত্য পরিবেশন করেন ওডিসি এন্ড টেগোর ড্যান্স মুভমেন্ট।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর