chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সার্চ কমিটি প্রসঙ্গ: ১০ জনের নাম চূড়ান্ত

জাতীয় ডেস্ক: নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটি কয়েক দফা বৈঠক শেষে চূড়ান্ত করেছে ১০ জনের তালিকা। এবার কমিটি এই তালিকা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করা হবে।

 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এতে সভাপতিত্ব করছেন।

 

এরপর আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন সার্চ কমিটি। এরই মধ্যে নামের তালিকা সিলগালা করে পাঠানো হবে।

 

সার্চ কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।

 

প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় ষষ্ঠ বৈঠক শেষে সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবাদুল হাসান সাংবাদিকদের জানিয়েছিলেন, মঙ্গলবার বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। তবে তাদের নাম প্রকাশ করা হবে না।

 

সিশা/

এই বিভাগের আরও খবর