chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাহরাইন সফরে গেলেন প্রধানমন্ত্রী নাফতালি

ডেস্ক নিউজ:ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট  প্রথমবারের মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বাহরাইন সফরে গেলেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বাহরাইনে তিনি সেখানে পৌঁছেছেন।এ সফরে তিনি দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফার সঙ্গে বৈঠক করবেন। বেনেট বাহরাইন পৌঁছানোর আগে তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

ইসরাইল থেকে বাহরাইনের উদ্দেশে রওনা দেওয়ার আগে নাফতালি  সাংবাদিকদের বলেন, তার এই সফর শুভেচ্ছার বার্তা ছড়িয়ে দেবে এবং অভিন্ন হুমকির বিরুদ্ধে অংশীদারিত্বমূলক অবস্থানের কথা তুলে ধরবে।

এ কথার মধ্য দিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী মূলত ইরানকে ইঙ্গিত করেছেন। বাহারাইন ও ইসরাইল দুই দেশই ইরানের পরমাণু কর্মসূচির বিরোধিতা করে আসছে। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।

ইসরাইল এবং বাহরাইনের নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বিশেষ করে কূটনীতিক এবং অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

ইসরাইল থেকে বাহরাইনের উদ্দেশে রওনা দেওয়ার আগে নাফতালি বেনেট সাংবাদিকদের বলেন, তার এই সফর শুভেচ্ছার বার্তা ছড়িয়ে দেবে এবং অভিন্ন হুমকির বিরুদ্ধে অংশীদারিত্বমূলক অবস্থানের কথা তুলে ধরবে।

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর