chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফের শূন্য থাকছে নিপুণ–জায়েদের পদ

ডেস্ক নিউজ: চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিতের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণ আক্তারের আপিল আবেদন শুনানি শেষে নিষ্পত্তি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদের ওপর চেম্বার আদালতের স্থিতিবস্থা ও স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

পাশাপাশি হাইকোর্টকে এ মামলায় জারি করা রুলের ওপর শুনানি করতে নির্দেশ দিয়েছেন আদালত। তবে রুল নিষ্পত্তির পূর্বে কেউ যদি চেম্বার আদালতের আদেশ না মেনে ওই পদে বসেন তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা যাবে বলেও মন্তব্য করেছেন আপিল বিভাগ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

উল্লেখ্য, জায়েদ খান ও নিপুণ আক্তার উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ায় সাধারণ সম্পাদক পদটি আপাতত শূন্য রয়েছে। সুপ্রিমকোর্টের চেম্বার আদালত ওই পদে স্থিতাবস্থা জারি করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হবে।

ফলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কে আসীন হচ্ছেন এ নিয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা আরও বাড়ল।

নচ/চখ

এই বিভাগের আরও খবর