chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে শনাক্ত কমে আক্রান্ত ৩৬১ জন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে একদিনের ব্যবধানে করোনা আক্রান্তের সংখ্যা ও সংক্রমণ হার কমে কমে এসেছে।  গত ২৪ ঘণ্টায় নতুন করে চট্টগ্রামে ৩৬১ জন সংক্রমিত হয়েছেন। শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। এদিন কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রোববার (৬ ফেব্রুয়ারি)  চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা প্রতিবেদনে এমন তথ্যে  উঠে এসেছে। এদিন সরকারি ও বেসরকারি ১১ টি ল্যাবে ৩ হাজার ৮৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২৮২ জন মহানগরের  এবং বিভিন্ন উপজেলায় ৭৯ জন বাসিন্দা রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগামে প্রথম করোনা রোগী ধরা পড়ে। এখন পর্যন্ত  বন্দরনগরীর চট্টগ্রামে ১ লাখ ২৩ হাজার ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মহানগরে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৬৬০ জন।  অপরদিকে বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন ৩৩ হাজার ৩৮৬ জন।

এছাড়া মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩৫৯ জন। এর মধ্যে মহানগরে ৭৩৪ জন এবং উপজেলাতে এই সংখ্যা ৬২৫ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সংক্রমণ কমে আসলেও আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।  জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি মাস্ক পরতে হবে।

এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ৫৭৪ জন। আক্রান্তের বিবেচনায় সংক্রমণের হার ছিল ৮ দশমিক ৮৮ শতাংশ।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর