chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইরানের পরমাণুর সব নিষেধাজ্ঞা তুলছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ: ইরানের পরমাণু বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র যেসব নিষেধাজ্ঞা দিয়েছিল, প্রেসিডেন্ট জো বাইডেন সেই নিষেধাজ্ঞাসমূহ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে যুক্তরাষ্ট্র জানিয়েছে। সূত্র: পার্সটুডে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শুক্রবার ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সংক্রান্ত কয়েকটি নিষেধাজ্ঞায় ছাড় দেয়ার দলিলে সই করেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড় দেয়ার এই দলিল স্থগিত রেখেছিলেন।

ভিয়েনা সংলাপ যখন একটি স্পর্শকাতর অবস্থায় পৌঁছেছে তখন আমেরিকার পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হলো। ওয়াশিংটনের এ পদক্ষেপে ভিয়েনায় শিগগিরই একটি চুক্তির সম্ভাবনা জোরালো হলো বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার দেশটির কংগ্রেসে পাঠানো এক বিবৃতিতে বলেছে, ইরানকে নিষেধাজ্ঞায় যে ছাড় দেয়া হয়েছে তার ফলে পরমাণু সমঝোতায় উভয়পক্ষের ফিরে আসার পথ সুগম হবে।

বিবৃতিতে দাবি করা হয়েছে, ইরানের পরমাণু তৎপরতায় লাগাম টেনে ধরে পরমাণু অস্ত্র বিস্তার রোধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞায় এই ছাড় জরুরি ছিল।

নচ/চখ

এই বিভাগের আরও খবর