chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পলিথিন ব্যাগে পণ্য বিক্রি: ৬ ব্যবসায়িকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : পলিথিন মুক্ত পরিবেশ বান্ধব নগর গড়ার লক্ষ্যে খুলশী থানাধীন ঝাউতলা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

এসময় আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও পলিথিন ব্যাগে পণ্যসামগ্রী বিক্রির অপরাধে ৬ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয় এবং বাজারের সকল ব্যবসায়ী ও ক্রেতা সাধারনকে পলিথিন ব্যাগ বর্জনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানের নের্তৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। একই দিন পৃথক অপর একটি অভিযানের নের্তৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

তার পরিচালিত অভিযানে চকবাজারস্থ কাঁচাবাজার, চকবাজার মোড় থেকে ফুলতলা পর্যন্ত, তেলিপট্টি রোড ও কাতালগঞ্জ এলাকায় রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় উল্লেখিত এলাকা থেকে ভাসমান দোকানপাট ও ভ্যানগাড়ী উচ্ছেদ করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর