chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মুক্তিযোদ্ধাদের ইফতারি দিবেন আজিজুর রহমান

মুক্তিযোদ্ধাদের ইফতার সামগ্রী বিতরণ করবেন বেসরকারী কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ। মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আজিজুর রহমান আজিজ জানান, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা। তাঁদের সাহসিকতা ও আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। বৈশ্বিক দুর্যোগ করোনা পরিস্থিতিতে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এ উপহার সামগ্রী।

‘আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে ও সতর্কতার সাথে আসন্ন রোজা উপলক্ষে এসব সামগ্রী বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবো। সরাসরি যোগাযোগ করেও এ উপহার সামগ্রী গ্রহণ করতে পারবেন। মুক্তিযোদ্ধা পরিবারের সামাজিক আত্মসম্মান যাতে অক্ষুণ্ণ থাকে, সেদিকেও বিশেষ নজর থাকবে আমাদের। শীঘ্রই চট্টগ্রাম মহানগরীতে এ কার্যক্রম শুরু হবে।’

তিনি বলেন, আপনাদের আশেপাশে যদি পরিচিত কোন অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার থেকে থাকে আমাকে ফোন করুন অথবা ইনবক্সে জানান।

এছাড়াও যোগাযোগ করা যাবে নিম্নোক্ত নম্বরগুলোতে 01712619977, 01816-439533 , 01811309310 , 01813705078

এই বিভাগের আরও খবর