chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাড়িওয়ালা হয়রানি করলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

চিকিৎসা সংশ্লিষ্ট কাউকে যদি কোনও বাড়িওয়ালা বা ব্যক্তি কোনও ধরনের হয়রানি করেন তবে তাদের বাসার বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

শনিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমের কাছে এমন হুঁশিয়ারি দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

অনেক চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে রাজধানীতে কর্মরত অনেক চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়ার হুমকি বাড়িওয়ালারা।

গণমাধ্যমে এমন খবরের প্রেক্ষিতে নসরুল হামিদ বলেন, ‘করোনা মোকাবিলায় যারা নিজেদের জীবন বিপন্ন করে এগিয়ে এসে মানুষকে সেবা দিচ্ছেন সেই চিকিৎসকদের কোনোরকম হয়রানি না করার নির্দেশ প্রধানমন্ত্রী নিজে দিয়েছেন। এরপরও আমরা খবর পাচ্ছি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের হয়রানি করছেন কিছু বাড়িওয়ালা। কেউ বাড়ি ছেড়ে দিতে বলছেন, কাউকে চাকরি ছেড়ে বাসায় বসে থাকতে বলছেন।’

‘যারা এই ভয়াবহ মহামারির সময় নিজের জীবন তুচ্ছ করে লড়াই করছেন তাদের যখন অভিবাদন জানানোর কথা, সেটি না করে উল্টো হয়রানি করা হচ্ছে। এমন ধরনের বাড়িওয়ালার বিষয়ে আমাদের পরিষ্কার সতর্কবার্তা হলো, যদি কোনো চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী হয়রানির অভিযোগ করেন তাহলে ওই সব বাড়িওয়ালার বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।’

গ্যাস ও বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর ওয়েব সাইটে দেওয়া হট লাইনে কল করে হয়রানির কথা জানাতে হবে বলেও প্রতিমন্ত্রী জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘অনেক এলাকায় কিছু মুরব্বি দাঁড়িয়ে গেছেন। তারা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এলাকায় প্রবেশের ওপর নানারকম বিধিনিষেধ জারি করছেন। আমাদের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যবিধি মেনেই মানুষকে সেবা দিচ্ছেন। অহেতুক আতঙ্ক না ছড়ানোর জন্য তিনি অনুরোধ করেন। তবে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের যদি কোনো প্রভাবশালী ব্যক্তি কোনো এলাকায় হয়রানি করেন তাহলে তার বাড়ির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।’

নসরুল হামিদ বলেন, ‘চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী ছাড়াও করোনার এই মহামারির সময় অনেকে জরুরি সেবা দিচ্ছেন। তাছাড়া সংবাদকর্মীরা রাতদিন পরিশ্রম করছেন যথাযথ তথ্য সরবরাহের জন্য। এ রকম জরুরি সেবা প্রদানকারী কারওর বিরুদ্ধে কোনো বাড়িওয়ালা বা ব্যক্তি হয়রানি করলে তার বাড়ি বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ কেটে দেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর