chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডেঙ্গু: নতুন আক্রান্ত আরও পাঁচজন

চট্টলা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচজন। তাদের মধ্যে রাজধানাীর হাসপাতালগুলোতে তিনজন, আর দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুইজন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শনিবার ( ১৫ জানুয়ারি ) পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যমতে, , সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৫ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ২৪ জন, আর বাকি ১১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১০০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৬৫ জন।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর