chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ শুরু বৃহস্পতিবার

ডেস্ক নিউজ: ট্টগ্রাম জেলা শিল্পকলা প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে “বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা”। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) থেকে রবিবার (২ জানুয়ারি) পর্যন্ত চলবে চার দিনব্যাপী এ মেলা। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বইমেলা।

মেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মােহাম্মদ মমিনুর রহমান জেলা প্রশাসক, চট্টগ্রাম। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা ও জেলা প্রশাসনের বাস্তবায়নে  নতুন প্রজন্মকে জাতির সঠিক ইতিহাস জানানোসহ আলোকিত, জ্ঞাননির্ভর, সংস্কৃতিমনষ্কা মানবিক বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখবে।

সিশা/নচ/চখ

এই বিভাগের আরও খবর