chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সম্মেলনের দাওয়াত নিয়ে সংঘর্ষ বিএনপির, আহত-১৫

ksrm

নিজস্ব প্রতিবেদক: প্রতিনিধি সম্মেলনে দাওয়াত না দেওয়ায় ফটিকছড়ি উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে নগরের কাজীর দেউড়ি নাসিমন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, নগরের নাসিমন ভবন কার্যালয়ে উপজেলা বিএনপির প্রতিনিধি সম্মেলনে অংশ নেয় উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরোয়ার আলমগীরের অনুসারীরা। সম্মেলন আজিম উল্লাহ বাহার নামে আরেকটি পক্ষ দাওয়াত না পাওয়ায় উত্তেজনা দেখা দেয়। উত্তেজনার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন বলেন, দলীয় কার্যালয়ের একটি অনুষ্ঠান ঘিরে বিএনপির দু পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ার খবর পেয়েছি। তবে কেউ আমাদের মৌখিক বা লিখিতভাবে কোনো অভিযোগ দেয়নি।

আরকে/এমকে/চখ

এই বিভাগের আরও খবর
Loading...