chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে প্রথম করোনা রোগী, ২০ বাড়ি লকডাউন

বোয়ালখালীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণের ঝুঁকি এড়াতে উপজেলার সরোয়াতলী ইউনিয়নের ২০টি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর রাত থেকে বুধবার সকাল ১১টা পর্যন্ত বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে এসব বাড়ি লকডাউন করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সরোয়াতলী ইউনিয়নে ৭০ বছর বয়সী ওই বৃদ্ধের করোনা ভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিকে গতরাত আড়াইটার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

এদিকে, আক্রান্ত ব্যক্তি তিনদিন ধরে চট্টগ্রামের মেহেদিবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালের সিসিইউ ইউনিটে চিকিৎসাধীন থাকায় হাসপাতালের সিসিইউ ইউনিট লক ডাউনের পাশাপাশি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের হাসপাতালেই কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত সর্বোচ্চ ১১ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়। সর্বমোট ১০৮ জনের নমুনা পরীক্ষায় ১১ রোগী শনাক্ত হওয়ায় চট্টগ্রামের সর্বত্র করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই বিভাগের আরও খবর