chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সরিষাবাড়ী আওয়ামী লীগের পদও হারাচ্ছেন মুরাদ

চট্টলা ডেস্ক: মন্ত্রীত্ব ও জেলা আওয়ামী লীগের পর এবার নিজ সংসদীয় আসনের দলীয় পদ থেকে মুরাদ হাসানকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় মুরাদ হাসানকে সংগঠনের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের এক সভায় মুরাদকে উপজেলা কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়ার জন্য জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সাংসদ। অশালীন, শিষ্টাচারবহির্ভূত, নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য প্রদান ও এক চিত্রনায়িকার সঙ্গে অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত সোমবার তাকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। রাতেই তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর