chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘সীমান্তে প্রাণহানি চায় না ভারত’

ডেস্ক নিউজ: সীমান্তে ভারত কখনো প্রাণহানি চায় না বলে দাবি করেছেন দেশটির হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন, এজন্য বিএসএফকে নির্দেশনাও দেয়া আছে। বিএসএফ কখনও কোনো বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় না। কিন্তু সীমান্ত সুরক্ষায় কখনও কখনও নিজের আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়।

আজ সোমবার (১৫ নভেম্বর) দিনাজপুর শহরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।

বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, আমরা চাই সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে কাজ করবে এবং সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা প্রাণহানি শূন্যে নেমে আসবে।

এর আগে সকালে দিনাজপুর শহরের রায়সাহেব বাড়িতে শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন করেন বিক্রম কুমার দোরাইস্বামী।

এর আগে ভারতের দেয়া এক কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার। এরপর তিনি দিনাজপুরের কান্তজীউ মন্দির পরিদর্শনে যান। সব মিলিয়ে দিনাজপুরে সোমবার দিনভর ৮টি অনুষ্ঠানে যোগ দেন ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর