chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ‘হোতা’ গ্রেফতার

চট্টলা ডেস্ক : কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তদন্তের স্বার্থে তার পরিচয় এখনও জানানো হয়নি।

গ্রেফতার আসামিকে মুহিবুল্লাহ হত্যার হোতা বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক নাইমুল হক। শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন তিনি।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
২৯ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে তার নিজ কার্যালয়ে ঢুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, লম্বাশিয়া ক্যাম্প ওয়ান ওয়েস্টে বাসার সামনে প্রতিদিনের অফিস করছিলেন মুহিবুল্লাহ। ওই সময় একদল লোক এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।
পরে অন্যরা দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুহিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরের দিন মুহিবুল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা করেন।
মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পাঁচজন ও উখিয়া থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসএএস/

এই বিভাগের আরও খবর