chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা 

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নগরের নন্দনকাননে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবরণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উড়ানো উদ্বোধনকালে উপমন্ত্রী এ কথা বলেন।

নওফেল বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সব শ্রেণি পেশার মানুষ একত্রিত হয়ে দেশ স্বাধীন করেছে। সাংবিধানিকভাবে বাংলাদেশ সকল ধর্মের সম্মেলনে পরিণত হয়েছে। বাংলাদেশেকে বিশ্বের বুকে সাম্প্রাদায়িক হিসেবে তুলে ধরতে মন্দির, ঘরবাড়িতে হামলা করে ষড়যন্ত্র করছে। ১৭ কোটি মানুষের দেশে মাত্র আড়াই লক্ষ পুলিশ দিয়ে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে। ভবিষ্যতে এর চেয়ে আরও ভালো নিরাপত্তা দিতে পারব।

নেতাকর্মীদের উদ্দেশ্যে উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যার যার এলাকায় শান্তি ও সম্প্রীতির সমাবেশ করতে। সকল ধর্মের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক ও ভালোবাসা দিয়ে প্রমাণ করব বাংলাদেশ অসম্প্রদায়িক দেশ। এ পরিস্থিতিকে যারা অশান্তি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি। তাদের শাস্তির আওতায় আনা হবে। কেউ রেহাই পাবে না।

এসময় অনুষ্ঠানে সিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) বিজয় বসাক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বিদ্যুৎ বড়ুয়াসহ প্রবরণা পূর্ণিমা উৎযাপনের পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর