chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার শাহরুখের বিজ্ঞাপন প্রচারও সরানো হলো

ডেস্ক নিউজ: ছেলে গ্রেফতারের পর শাহরুখ খান করার পর অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘বাইজুস’র বিজ্ঞাপন প্রচারও সরানো হয়েছে। সূত্র: ইকোনমিক টাইমসের।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বলছেন, নিজের ছেলেকে যে নিয়ন্ত্রণে রাখতে পারেন না, তার মুখে শিশুদের শিক্ষা নিয়ে পরামর্শ মানায় না। তাই শাহরুখ খান অভিনীত শিক্ষার বিজ্ঞাপন সরানো উচিত। সবশেষ সেই পথেই হাঁটলো বাইজুস।

এর আগে ২০১৭ সালে বাইজুসের সঙ্গে চুক্তি হয় কিং খানের। তারপর থেকেই ওই সংস্থার আয় বেড়ে যায়। শাহরুখ সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। জানা যায়, বিজ্ঞাপনের জন্য শাহরুখ খানের সঙ্গে বাইজুসের মোটা টাকার চুক্তি হয়েছিল।

এদিকে গত ২ অক্টোবর গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালায় ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) একটি টিম। সেখান থেকে আটক করা হয় আরিয়ানকে। সঙ্গে তার বন্ধু আরবাজ মার্চেন্টসহ আরও কয়েকজন আটক হন। পরদিন ৩ অক্টোবর আরিয়ানকে মাদক মামলায় গ্রেফতার দেখায় এনসিবি। অভিযোগ রয়েছে- ওই প্রমোদতরীতে মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখপুত্র।

এই বিভাগের আরও খবর