র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত মাদক কারবারি
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে বলে জানায় র্যাব।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, খবর পেয়ে মাদক উদ্ধারে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে মাদক ব্যবসায়ীরা। পরে আত্মরক্ষার্থে র্যাবও গুলি চালালে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর নিহত হয়।
এসময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেএইচ/চখ