chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দ্বিতীয়বার জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদী

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।। এই নিয়ে দ্বিতীয়বার তিনি করোনা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

এর আগে গত বৃহস্পতিবার করোনা নিয়ে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন তিনি। তাঁর আহ্বানে সাড়া দিয়েই গত রোববার গোটা দেশে ‘জনতা কারফিউ’ পালন করা হয়।

এদিকে, করোনায় এখন পর্যন্ত ভারতে ৪৯০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৮ জন। বিশ্বব্যাপী ৩ লাখ ৭৮ হাজার ৮৫৯ মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ৫১৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২ হাজার ৬৯ জন।

আক্রান্তদের মধ্যে ২ লাখ ৬০ হাজার ২৭৬ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ২ লাখ ৪৮ হাজার ২১৪ জনের অবস্থা স্থিতিশীল এবং ১২ হাজার ৬২ জন রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ১৭১ জনে। নতুন করে সাত জন মারা যাওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ২৭৭ জন।