chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মীরাক্কেল ১০-এ দ্বিতীয় রানার আপ বাংলাদেশের তৌফিক

বিনোদন ডেস্ক: ভারতের টিভি চ্যানেল জি বাংলা আয়োজিত জোকস রিয়েলিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ১০-এ রানার আপ হয়েছেন বাংলাদেশের প্রতিযোগী মো. তৌফিক এলাহী আনছারী উচ্ছ্বাস।

গতকাল রোববার (৩০ মে) অনুষ্ঠানটির চূড়ান্ত পর্ব প্রচারিত হয়। একই সঙ্গে পশ্চিমবঙ্গের প্রতিযোগী পার্থসারথী বাটাবাইলিনকেও দ্বিতীয় রানার আপ ঘোষণা করা হয়।

সিধু হোশ ও রোশনি যৌথভাবে হয়েছেন প্রথম রানার আপ। যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয় শান্তনু মণ্ডল ও শুভজিৎ দাসকে।

তৌফিক এলাহী আনসারী বাংলাদেশের রংপুরে বেড়ে উঠেছেন। মীরাক্কেলের গ্র্যান্ড ফাইনালের জন্য গত মাসে কলকাতায় যান। সেখান থেকে ফিরে বর্তমানে তিনি কুষ্টিয়ায় কোয়ারেন্টাইনে রয়েছেন।

তৌফিক এলাহী বলেন, ‘যখন থেকে বাংলাদেশে লকডাউন শুরু হয়। তখনই মীরাক্কেলের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানের খবর পেয়ে আমি ১৩ এপ্রিল কলকাতায় ফিরে যাই।

সে সময় আমি প্রস্তুতি নিতে থাকি এবং ১২ মে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানের শুটিং হয়। তখন থেকে আমি কলকাতায় ১৫ দিন অবস্থান করেছি।’

তিনি আরও বলেন, মীরাক্কেলে অংশ নেওয়ার জন্য আমার পরিবারের সবাই আমাকে বিশেষভাবে অনুপ্রেরণা দিয়েছেন। শুভঙ্কর চট্টোপাধ্যায়, মীর আফসার আলীসহ বিচারকমণ্ডলীর কাছে আমি কৃতজ্ঞ।

‘আমার বাবা একজন মজার মানুষ। আমাদের পরিবারের বিভিন্ন কথাবার্তায় সুযোগ পেলেই তিনি কৌতুক করেন। মীরাক্কেলে আমার বাবার কাছে শোনা অনেক কৌতুক বলেছি।’

উল্লেখ্য, মীরাক্কেল সিজন ১০ এ চার জন বাংলাদেশি প্রতিযোগী অংশ নেয়। তিন জন গ্র্যান্ড ফাইনাল অবধি টিকে থাকেন। এরমধ্যে রিমোন ও রাশেদ চলমান লকডাউনের কারণে সেখানে উপস্থিত হতে পারেননি।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর