chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অনলাইনে প্রথম লাইভ ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে লাইভ ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী  জাহিদ মালেক।

আজ সোমবার ( ২৩ মার্চ ) বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যে কোনো সময়ে প্রথমবারের মতো করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে প্রথম অনলাইন লাইভ ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

প্রোগ্রামে যুক্ত থাকতে হলে হেলথ মিনিষ্ট্রি মিডিয়া উইং গ্রুপে অথবা হেলথ মিনিস্টার জাহিদ মালেক পেজে যুক্ত থাকতে হবে। অনলাইন ব্রিফিং শুরু হলে গ্রুপে প্রবেশ করে গণমাধ্যমকর্মীর নাম ও যে মিডিয়াতে কর্মরত রয়েছেন তা লিখে কমেন্ট করলে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীকে লাইভ প্রশ্নোত্তর পর্বে যুক্ত করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

এই বিভাগের আরও খবর