chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ২৪

দেশে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে।  নতুন চারজনসহ মোট ২৪ জন আক্রান্ত হয়েছে এ  প্রাণঘাতি করোনা ভাইরাসে।

শনিবার (২১ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী  জাহিদ মালেক এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে এ পর্যন্ত ৫০ জন প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া সারা দেশব্যাপী ১৪ হাজার মানুষ কোয়ারেন্টাইনে আছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।

বর্তমান পরিস্থিতিকে যুদ্ধাবস্থা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে চীন থেকে বিশেষজ্ঞ আনার পরিকল্পনা সরকারের রয়েছে। করোনা প্রতিরোধে ইতিমধ্যে ডাক্তার নার্সদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য পিপি সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে উৎপত্তি হয় করোনা ভাইরাসের। ইতালিতে মারাত্মক আকার ধারণ করেছে। একাদিনে ৬’শো মানুষ মারা গেছেন। প্রতি আড়াই মিনিটে একজন মারা যাচ্ছেন বলে জানা যায়। প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বে ১১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর