chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীর ৪১ নং ওয়ার্ডের তানভীর হত্যায় গ্রেফতার নেছার

নগরীর দক্ষিণ কাট্টলী এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় আনোয়ার জাহিদ তানভীর হত্যায় জড়িত নেছার উদ্দীন (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে  র‌্যাব ।

শুক্রবার (২০ মার্চ) ফেনী সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নেছার উদ্দীন ১৮ মার্চ রাতে আনোয়ার জাহিদ তানভীর হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছে র‌্যাব ।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল  জানান, আনোয়ার জাহিদ তানভীর হত্যায় সঙ্গে সরাসরি জড়িত  নেছার উদ্দীন। ঘটনার পর তিনি ফেনী পালিয়ে গিয়েছিলেন।

১৮ মার্চ রাতে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. ইসমাইল ও বিদ্রোহী প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ইসমাইলের আনুসারীদের ছুরিকাঘাতে নিহত হন মোরশেদের অনুসারী আনোয়ার জাহিদ তানভীর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) পুলিশ হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করেছিল।

 

এই বিভাগের আরও খবর