chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুরান ঢাকার আরমানিটোলায় আগুন, নিহত বেড়ে ৪

ডেস্ক নিউজ : পুরান ঢাকার আরমানিটোলায় আবাসিক ভবনের রাসায়নিক গুদামে আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। আহত অন্তত ২৫ জন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোররাতে আরমানিটোলার হাজী মুসা ম্যানসনের নিচতলার এ অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটি প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিভেন গণমাধ্যমকে জানান, নিহতের মধ্যে একজন সুরাইয়া (২২) বলে জানা যায়। আরেকজন নিরাপত্তাকর্মী। ওই নারীকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে দগ্ধ ছাড়া বিভিন্নভাবে আহত রয়েছে জানিয়ে তিনি বলেন, সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত বাকি দুজন আগুনে পুড়ে মারা গেছেন কিনা তা এখনও জানা যায়নি।

অগ্নিকাণ্ডে ছয়তলা ওই ভবনের ছাদে আটকে পড়া ভবনের বাসিন্দাদের জানালা ও বারান্দার গ্রিল কেটে বের করে আনা হয়েছে।

আগুনের নিয়ন্ত্রণের ফায়ার সার্ভিস দুই জনের মৃত্যুর খবর জানালেও পরে স্বজনরা খোঁজাখুঁজি করে চিলেকোঠা থেকে আরও দুই জনের মরহেদ উদ্ধার করে।

চিলেকোঠা থেকে উদ্ধার করা দুই মরদেহর মধ্যে একজন ভবনটির নিরাপত্তাকর্মী ওলিউল্লাহ ব্যাপারী। অপজনের পরিচয় এখনও জানা যায়নি।

ছয়তলা ভবনটিতে নিচতলায় দোকান ও রাসায়নিক গুদাম ছিল বলে এলাকাবাসী জানায়। তবে বাকি তলায় বিভিন্ন পরিবার বসবাস করতো।

ইনি/এএএমএস/চখ

এই বিভাগের আরও খবর