chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

করোনা প্রতিরোধে মসজিদে কম আসার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। একইসাথে ওয়াজ মাহফিল, কীর্তনসহ ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখারও আহবান জানিয়েছেন তিনি।

রোববার (১৫ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরী আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করোনা সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে। আর মানুষের সমাগমের কারণে আরো বাড়ছে। তাই ওয়াজ মাহফিল, কীর্তনসহ ধর্মীয় অনুষ্ঠান আপাতত বন্ধ রাখাই ভাল। কেননা এর ফলে একসঙ্গে অনেক লোকের সমাগম হয়।

তিনি আরো বলেন, ইমামরা যেন বাইরে থেকে আসা সবাইকেই মসজিদে আসতে বারণ করেন, তাদের কোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দেন। কারণ তাদের কোয়ারেন্টাইন রাখা অনেক কষ্টের। সেটা তো কালকের পরিস্থিতেই আপনার বুঝতে পেরেছেন।

তিনি বলেন, এই কারণেই বর্তমানে ওমরাহ হজ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। কাবা শরীফে তাওয়াফও কমে গেছে। সেক্ষেত্রে মসজিদ মসজিদেও মানুষ সীমিত আসাই ভাল। বাসায় বসে ধর্মীয় কাজ করলে ভাল।