chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের: স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। তবে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের।রোববার (১৫ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং দিতে গিয়ে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখবে না বন্ধ রাখবে তা পুরোটাই শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। পরামর্শ যতটুকু দেয়ার আমরা দিয়েছি।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মানুষকে আমরা নিরাপদে রাখার চেষ্টা করেছি। এজন্য দুই মাস ধরেই কাজ করে যাচ্ছি। আমরা কারো ওপরে চাপিয়ে দিতে পারি না। আমরা পরামর্শ দিয়ে সবাইকেই চিঠি দিয়েছি। এর থেকে বেশি কিছু আমরা করতে পারি না।