chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার করোনায় আক্রান্ত স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ।

শনিবার দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলেছে, বেগোনা গোমেজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। এরপর প্রধানমন্ত্রীর আশপাশে চলাফেরা করা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায়, তারাও করোনায় আক্রান্ত।

বেগোনা গোমেজ বর্তমানে মনক্লোয়াতেই আছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণ করছেন তিনি।

এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগয়ের ট্রুডো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে ট্রুডোর শরীরে করোনার লক্ষণ দেখা যায়নি। তারপরেও স্ত্রীর সঙ্গে স্বেচ্ছায় আইসোলেশনে গিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্পেনে জনগণকে কোন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৯১ জন মারা গেছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর স্পেনেই করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার ঘটেছে।

এই বিভাগের আরও খবর