chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনে চট্টগ্রামে মীরজাদী সেব্রিনা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে বিদেশীদের স্ক্রিনিং ও চট্টগ্রামের ভ্যাকসিনেশন কার্যক্রম পরিদর্শন করতে এসেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) তিনি ফ্লাইটযোগে চট্টগ্রামে আসেন। এ ছাড়া রাত সাড়ে ৮টার ফ্লাইটে ঢাকায় ফিরে যাবেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, ‘বন্দরে বন্দরে বিদেশীদের স্ক্রিনিং দেখতে এসেছেন। পাশাপাশি তিনি আমাদের ভ্যাকসিনেশন কার্যক্রমটাও দেখে গেছেন। রাত সাড়ে ৮টার ফ্লাইটে তিনি আবার চলে যাবেন।’

এসময় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর, জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীসহ স্বাস্থ্যবিভাগে সংশ্লিষ্টদের সাথে সাক্ষাৎ করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন) ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা।