chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে করোনার টিকার কার্যক্রম উদ্বোধন করলেন এমপি দিদার  

নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় সীতাকুণ্ডেও পৌঁছেছে করোনার টিকা। টিকা গ্রহণ করে এটির কার্যক্রম উদ্বোধন করলেন চট্টগ্রাম-৪ সীতাকুন্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম দিদার।

রবিবার সকাল ১১ টায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  এর কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এসময় জন ৫০ করোনা টিকা গ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুরুউদ্দিন এর সভাপতিত্বে  এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, সীতাকুণ্ড পৌর  মেয়র বদিউল আলম, মডেল থানার ওসি আবুল কালাম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ইউপি চেয়ারম্যান শওকত জাহাঙ্গীর, নাজীম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, পৌর কাউন্সিল জুলফিকার আলী শামীম, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. ইদ্রিস, আওয়ামিলীগ নেতা খায়রুল আজম জসিম, মো.আলাউদ্দিন, ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলান প্রমুখ।

উল্লেখ্য সীতাকুণ্ডে ২৩ হাজার ২৪৪ ডোজ টিকা বরাদ্দ দেয়া হয়েছে।

চখ/আর এস/নচ

এই বিভাগের আরও খবর