chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অভিজ্ঞতায় টাইগারদের চেয়ে এগিয়ে ক্যারিবীয়রা!

খেলা ডেস্ক: ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নাকানিচুবানি খাওয়ালেও টেস্টে দলটিকে সমীহ করছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। অভিজ্ঞতার দিক থেকেও ক্যারিবীয়দের এগিয়ে রাখছেন তিনি।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে হওয়া তিনদিনের ম্যাচে সাদমান ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শাহাদাত হোসেন, তৌহিদ হৃদয় আর আকবর আলীদের গড়া বিসিবি একাদশকে প্রথম ইনিংসে ১৬০ রানে অলআউট করেছে ক্যারিবীয়রা। দীর্ঘদেহী ও বিশাল ‘বপুর’ অধিকারি অফস্পিনার রাকিম কর্নওয়াল একাই পেয়েছেন ৫ উইকেট।

স্বাগতিক দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের এই পারফরমেন্সকে কিভাবে দেখছেন নির্বাচকরা? আজ সে প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘অভিজ্ঞতার দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ আমাদের চেয়ে এগিয়ে।’

নান্নুর ব্যাখ্যা, ‘টেস্ট ক্রিকেটটা কিন্তু ভেরি ডিফারেন্ট ক্রিকেট। এটা আপনি আগাম কিছু বলতে পারবেন না। ওয়েস্ট ইন্ডিজ অভিজ্ঞতার দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে। ওরা যে দল নিয়ে এসেছে, ওদের পেসাররা কিন্তু ওয়েল এক্সপেরিয়েন্সড।’

এ কারণে নিজেদের কর্তব্যের কথাও একই সঙ্গে জানিয়ে দিলেন নান্নু। তিনি বলেন, ‘সুতরাং আমাদেরকে সেরা খেলাটাই খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ টিম কাকে এনেছে, কি দল নিয়ে এসেছে, ওদের অ্যাটাক কী রকম? এটা চিন্তার বিষয় না।

আমাদের চিন্তা হল আমরা আমাদের সেরাটা খেলবো, ওয়ানডে সিরিজে ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা বেরিয়ে এসেছি। আশা করি টেস্ট ক্রিকেটেও আমরা ভালো করবো।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর