chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বে একদিনে ১৩ হাজারের বেশি মৃত্যু

বড়দিন উপলক্ষ্যে মাস্ক পরার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র

ডেস্ক নিউজ: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী একদিনে ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এরমধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষের। যা এ পর্যন্ত সর্বোচ্চ। বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে প্রায় সাড়ে সাত কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ১৭৫ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৬ লাখ ৫৫ হাজার ২২৬ জনের মৃত্যু হয়েছে। আর করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ৫ কোটি ২৩ লাখ ৭২ হাজার ৫৪৬ জন।

এদিকে আসন্ন বড়দিন উপলক্ষ্যে সামাজিক ও পারিবারিক জমায়েতে ইউরোপবাসীকে মাস্ক পরার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বড়দিনের ছুটিতে সতর্কাবস্থায় না থাকলে আগামী বছরের প্রথম অংশে ইউরোপে নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

করোনার সংক্রমণ বাড়ায় বুধবার থেকে স্কুল ও প্রয়োজনীয় নয় এমন ব্যবসায়িক কর্মকাণ্ড ১০ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জার্মানি। ফ্রান্সে সান্ধ্যকালীন কারফিউ দেয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কারফিউ ভাঙলে জরিমানা গুণতে হবে ১শ’ ৩৫ ইউরো।

নচ/চখ

এই বিভাগের আরও খবর